কিশোর কুমারের জীবনী | Kishore Kumar Biography in Bengali
কিশোর কুমারের জীবনী
Kishore Kumar Biography in Bengali
নাম |
কিশোর কুমার/Kishore Kumar |
জন্ম |
৪ই আগস্ট ১৯২৯, মধ্যপ্রদেশ, ব্রিটিশ ভারত |
অভিভাবক |
কুঞ্জলাল গাঙ্গুলী (বাবা) |
দাম্পত্য সঙ্গী |
রুমা গুহ ঠাকুরতা (১৯৫০-৫৮)মধুবালা (১৯৬০-৬৯)যোগিতা বালী (১৯৭৬-১৯৭৮) লীনা চন্দাভারকর (১৯৮০-৮৭) |
ভারতীয় সঙ্গীত জগতের শ্রেষ্ঠ সব গায়কদের মধ্যে বাঙলীর গর্ব কিশোর কুমার ছিলেন সর্বশ্রেষ্ঠ | তাঁর মতো দূর্দান্ত প্রতিভাশীল গায়ক আর হয়তো ভারতের বুকে কেউ জন্মাবে না | তিনি ছিলেন একধারে যেমন গায়ক তেমনই অন্যদিকে ছিলেন একজন গীতিকার, সুরকার, চিত্রনাট্যকার, অভিনেতা, চলচ্চিত্রকার, রেকর্ড প্রযোজক এবং পরিচালকও | তাঁকে আজও ভারতের সর্বকালের শ্রেষ্ঠ এবং সফল প্লেব্যাক গায়ক হিসাবে মনে করা হয় |
Early life of Kishore Kumar:
কিশোর কুমারের জন্ম হয় ৪ই আগস্ট ১৯২৯ সালে, মধ্যপ্রদেশের খাণ্ডোয়া জেলায় | তাঁর বাবার নাম ছিলো কুঞ্জলাল গাঙ্গুলী এবং মায়ের নাম ছিলো গৌরী দেবী | তাঁর বাবা কুঞ্জলাল গাঙ্গুলী ছিলেন পেশায় একজন উকিল এবং মা গৌরী দেবী ছিলেন সাধারণ একজন গৃহকর্ত্রী |
তুমি হয়তো এটা জানলে অবাক হবে, ছোটবেলা থেকেই কিশোর কুমারের নাম কিন্তু কিশোর কুমার মোটেই ছিলোনা | তাঁর আসল নাম ছিলো আভাস কুমার গাঙ্গুলী|
তাঁর মোট দুই ভাই এবং এক দিদি ছিলো, যাদের নাম যথাক্রমে- অশোক কুমার, সীতা দেবী এবং অনুপ কুমার | তাঁদের মধ্যে সবথেকে ছোট ছিলেন এই কিশোর কুমারই |
জানা যায়, কিশোর যখন ছোট ছিলেন তখন বড় দাদা অশোক কুমার বলিউড জগতে খুব ভালো সাফল্য পান, যারফলে ছোট কিশোরের মধ্যে দাদার সেই সফলতা বিশেষ প্রভাব ফেলে | তিনি এরপর ধীরে ধীরে হিন্দি গান, হিন্দি চলচ্চিত্র ইত্যাদির প্রতি নিজের ইন্টারেস্টকে বাড়াতে থাকেন এবং বিখ্যাত গায়ক কুন্দন লাল সায়গলের একজন বড় ভক্ত হয়ে ওঠেন |
শোনা যায় তিনি নাকি ছোটবেলায় বাড়িতে বলিউড সিনেমায় খ্যাত অনেক গায়কদের গান নকল করে গাইতেন | এই নকল করে গান করাটাই ছিলো তাঁর কাছে একটা শখের মতো | এছাড়াও তিনি করতেন ইওডেলিং (Yodeling) অর্থাৎ এমন এক প্রকারের গান যেখানে বিভিন্ন পিচে সুর করে গাইতে হয় | তুমি চাইলে ইন্টারনেটে সার্চ করে এই ইওডেলিং সম্পর্কে আরো ভালো করে বিস্তারিত ভাবে জেনে নিতে পারো |
Work life of Kishore Kumar:
কিশোর কুমারের কর্মজীবন শুরু হয় ১৯৪৯ সাল থেকে | সেইবছর তিনি প্রথমবারে জন্য দেবানন্দ অভিনীত “জিদ্দি” নামের সিনেমায় গান গেয়েছিলেন | এরপর ১৯৫১ সাল থেকে তিনি বলিউডের বিভিন্ন সিনেমায় অভিনয়ও করেন | তাঁর অভিনীত কিছু সিনেমার নাম হলো- নকরি, চালতি কা নাম গাড়ি, হাফ টিকিট, নিউ দিল্লী, আশা, পারোসান, ঝুমরু ইত্যাদি |
তিনি শুধু এই সিনেমাগুলোয় অভিনয়ই করেননি বরং সেইসাথে করেছিলেন গানও | ১৯৬৮ সাল পর্যন্ত তিনি শুধু নিজের জন্য আর দেবানন্দের সিনেমার জন্য গান গাইতেন কিন্তু ধীরে ধীরে তিনি যখন একটু জনপ্রিয় হন তখন তিনি অন্যান্য অভিনেতাদের সিনেমায়ও গান করতে শুরু করেন |
তিনি আসলে সত্যি কথা বলতে গান করতেই ভালোবাসতেন, সিনেমায় অভিনেতা হওয়ার তাঁর কোনো ইচ্ছাই ছিলোনা কিন্তু বড় দাদা অশোক কুমারের বলিউড সিনেমা জগতে অনেক চেনা-পরিচিত ছিলো বলে, তাকে অনেক পরিচালকরা এমনিতেই সিনেমায় অভিনয় করার সুযোগ দিয়ে দিতেন |
কিন্তু দর্শকরা তাঁর অভিনয় তেমন একটা পছন্দ করতো না আর তিনিও দর্শকদের মনে অভিনয়ের মাধ্যমে জায়গা করে নিতে পারেননি প্রথম দিকে, সেই কাজে পুরোপুরী বিফল হন | অবশ্য, তিনি যতগুলো সিনেমা করেছিলেন তার প্রত্যেকটাতেই তিনি গান অবশ্যই গেয়েছিলেন |
আরো পড়ুন: তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জীবনী
প্রথমদিকে কিশোর কুমার, কুন্দন লাল সায়গলের নকল করে গাইতেন যেটা দেখে শচীন দেব বর্মন তাঁকে এই নকল করে গান গাওয়ার অভ্যাসকে পরিত্যাগ করতে বলেন, এবং পরামর্শ দেন নিজের স্টাইলে গান গাওয়ার |
এই পরামর্শটাই তাঁকে তাঁর জীবনে এক নতুন দিশা দেখায় |
এরপর তিনি গানের বিষয়ে প্রচুর অনুশীলন করেন এবং অবশেষে নিজের স্টাইলে গান করতে সক্ষম হন | তিনি এমন এক কায়দা উদ্ভাবন করেন গান গাওয়ার, যা সেই সময়ের অপর দুই বিখ্যাত গায়ক মহম্মদ রফি এবং মুকেশের থেকে সম্পূর্ণ আলাদা ছিলো; যেটা সবাইকে আশ্চর্য্য করে তোলে |
তিনি গলাকে ভেঙ্গে আশ্চর্য্য এক ভঙ্গিমায় গান করতেন যা শুনতে সত্যি দারুন এবং মজাদার লাগতো, দর্শকরাও তাঁর গান শুনে ভীষন আনন্দ পেতেন | ফলে খুব তাড়াতাড়িই তিনি ইন্ডাস্ট্রিতে নিজের এক পৃথক জায়গা তৈরি করতে সক্ষম হন, এত শ্রেষ্ঠ সব গায়করা থাকা সত্বেও | এছাড়াও তিনি একজন প্রতিষ্ঠিত কমেডি নায়ক হিসাবেও দর্শকদের মাঝে জনপ্রিয় হন । তিনি তাঁর গানের পাশাপাশি নিজের অভিনয়ের দক্ষতাকেও এতটাই পরিপূর্ণ করে তোলেন যে তাঁর অভিনয়ের কায়দাও অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা হয়ে ওঠে ।
সত্যি কি অসাধরণ মানুষ তাইনা | যেই দুটো জিনিস তাঁর জীবনের সবথেকে বড় দূর্বলতা ছিলো, সেই দুটোকে তিনি এমন ইমপ্রুভ করে দেখালেন যে আজও সারা ভারতবাসী সেইসবকে ভুলতে পারছেনা |
সে যাই হোক আবার আসল কথায় ফিরে আসি!
১৯৬৯ সালে শক্তি সামন্তের পরিচালনায় “আরাধনা” নামক সিনেমা মুক্তি পায় এবং সেই সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেন রাজেশ খান্না | এই সিনেমায় কিশোর কুমার তিনটে মাত্র গান করেন যেগুলো যথাক্রমে- “কোরা কাগজ থা ইয়ে মন মেরা”, “মেরে সপনো কি রানী”, “রূপ তেরা মস্তানা” । এই তিনটে গানই তাঁর এতটাই সাফল্য পায় যে এরফলে তাঁকে আর নিজের কর্মজীবনে পিছনে ফিরে তাকাতে হয়নি | এই তিনটে গানই দর্শকদের মন মাতাতে একবারে সক্ষম হয় |
এরপর তাঁর জীবনে সাফল্যের মাত্রা আরো বৃদ্ধি পায়, একের পর এক সিনেমায় গান করার অফার তাঁর কাছে আসতেই থাকে | তিনি সেইসময়কার বিখ্যাত সব নায়ক যেমন- ধর্মেন্দ্র, রণধীর কাপুর, রাজেশ খান্না, শশী কাপুর এবং দেবানন্দ প্রত্যেকের সিনেমাতেই কাজ করেন এবং প্রচুর হিট গান দেন |
তাঁর গাওয়া বিখ্যাত কিছু হিন্দি গান হলো যথাক্রমে:
এক চাতুর নর, মেরে সামনে ওয়ালি খিড়কি মে (পারোসান),ছোটা সা ঘার হোগা বাদাল কি ছাও মে (নকরি), ইনা মিনা ডিকা (আশা), পাঁচ রুপিয়া বারা আনা, এক ল্যার্কি ভিগি ভাগি সি (চালতি কা নাম গাড়ি), চিল চিল চিল্লাকে (হাফ টিকিট), দুখি মান মেরে (ফানটুস), জিন্দগেী এক সাফার (আন্দাজ),ও মাঝি রে (খুশবু) ইত্যাদি |
তাঁর গাওয়া বিখ্যাত কিছু বাংলা গান হলো যথাক্রমে:
আমার মনের এই ময়ূর মহলে, এই যে নদী, এই তো জীবন, হাওয়া মেঘ সরায়ে, কি আশায় বাঁধি খেলাঘর, এক পলকের একটু দেখা, তোমায় পড়েছে মনে, নীল নীল আকাশে, প্রেমের খেলা কে বুঝিতে পারে, এ আমার গুরুদক্ষিণা ইত্যাদি |
Marriage life of Kishore Kumar:
কিশোর কুমারের বৈবাহিক জীবন বেশ বৈচিত্রময় | তিনি মোট ৪ বার বিবাহ বন্ধনে আবদ্ধ হন | রুমা গুহঠাকুরতা (১৯৫০-১৯৫৮), মধুবালা (১৯৬০-১৯৬৯), যোগিতা বালী (১৯৭৫-১৯৭৮) এবং লীনা চন্দাভারকর (১৯৮০-১৯৮৭) এই চারজনই ছিলেন তাঁর একসময়কার স্ত্রী |
কিশোর কুমারের মোট সন্তান সংখ্যা ছিলো দুটো | বড় ছেলে অমিত কুমার ছিলেন রুমা গুহ ঠাকুরতার সন্তান এবং ছোট ছেলে সুমিত কুমার ছিলেন লীনা চন্দাভারকরের সন্তান |
Death of Kishore Kumar:
অবশেষে ১৩ই অক্টোবর, ১৯৮৭ সালে মাত্র ৫৮ বছর বয়সে কিশোর কুমারের হার্ট অ্যাটাকে মৃত্যু হয় | জানা যায়, মৃত্যুর আগের দিন অর্থ্যাৎ ১২ই অক্টোবর তারিখে, তিনি রেকর্ডিং ষ্টুডিওয় এসে গানও রেকর্ড করে গেছিলেন |
সত্যিই! নিশ্বাসের যে কোনো ভরসা নেই; যখন তখন সেটা যেখানে সেখানে বন্ধ হয়ে যেতে পারে, তাঁর মৃত্যুই এখানে সবচেয়ে বড় প্রমান | এমন একজন উজ্জ্বল জ্যোতিষ্ককে সিনেমা জগৎ তথা ভারতীয় সঙ্গীত প্রেমীরা কোনদিন ভুলতেই পারবেনা এবং তাঁর ফাঁকা স্থানকেও যতই বড় সঙ্গীতজ্ঞ আসুক না কেন আজকের মর্ডান দুনিয়ায়, তারাও পূরণ করতে পারবেনা |
আরো পড়ুন: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জীবনী
তিনি সর্বশ্রেষ্ঠ ছিলেন, আজও সর্বশ্রেষ্ঠ আছেন এবং ভবিষ্যতেও সর্বশ্রেষ্ঠই থাকবেন আমাদের প্রত্যেকের মনে | ভারতীয় সঙ্গীত জগতে তাঁর বিকল্পের কথা এবং সেইসাথে অবদানের কথা আমরা কোনোদিনই কল্পনাও করতে পারবোনা ও ভুলতেও পারবোনা, অন্তত আমি তো নাই|
আশা করি তুমি “Kishore Kumar Biography in Bengali” পড়ে নিশ্চই অনেক কিছু সুন্দর তথ্য সম্পর্কে জানতে পেরেছো | পোস্টটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু Comment করে তোমার মতামত আমায় জানিও | তোমার মূল্যবান মতামত আমাকে বাড়তি অনুপ্রেরণা যোগাতে ভীষনভাবে সাহায্য করে |
শেয়ার করুন: on Twitter on Facebook on Google+
সন্তান |
অমিত কুমার |
ধর্ম |
হিন্দু |
জাতীয়তা |
ভারতীয় |
পেশা |
গায়ক, প্লেব্যাক গায়ক, গীতিকার, সুরকার, অভিনেতা, স্ক্রিপ্ট লেখক, চিত্রনাট্য লেখক, চলচ্চিত্র পরিচালক, |
মৃত্যু |
১৩ই অক্টোবর ১৯৮৭, মহারাষ্ট্র |
50 Valentine Day Quotes in Bengali | প্রেম দিবসের উক্তি
November 29, 2020 by maximios • Quotes
প্রেম দিবসের উক্তি
50 Valentine Day Quotes in Bengali
Love quotes #1
“আমি শুধু তোমার থেকে মাত্র একদিন কম বাঁচতে চাই, যাতে কখনোই আমাকে তোমাকে ছাড়া বাঁচতে না হয়”
Love quotes #2
“যেকোনো জায়গায় যেখানে তুমি আমার সাথে থাকবে, সেটাই হবে আমার পছন্দের জায়গা”
Love quotes #3
“আমার কাছে তোমাকে ছাড়ার হাজারটা কারণ থাকতে পারে, কিন্তু তারপরেও আমি তোমার সাথে থাকার একটা কারণ ঠিক খুঁজে নেবো”
Love quotes #4
“আমি চাইনা যে তুমি আমাকে বার বার বলো আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমি চাই তুমি আমার জন্য অপেক্ষা করো এবং সুযোগ দিও তোমায় মন উজাড় করে ভালোবাসার”
Love quotes #5
“ভুলে যদি যাও আমায় করবো না তোমায় বারণ আমায় কেন রাখবে মনে আছে কি তেমন কোনো কারণ? তবু যদি পরে মনে
আমায় একটি বার”
Love quotes #6
“মন থেকে কাছে ডেকো, ফিরে আসবো অবশ্যই আবার”
Love quotes #7
“হৃদয়কেও একটু জায়গা দিন হুজুর, আপনি তো পুরো মনেই জায়গা করে নিয়েছেন”
Love quotes #8
“তোর উপর মরে তো অনেকেই কিন্তু আমি হচ্ছে সেই মানুষ যে তোর সাথে সত্যিই মরতে চাই”
Love quotes #9
“আমি সেইদিনটাকে কোনোদিনই ভুলতে পারবো না যেদিন আমি তোকে প্রথমবার দেখেছিলাম”
Love quotes #10
“সত্যিকারের ভালোবাসা তোমার কিছু বলার আগেই বুঝে যাবে, যে তুমি তাকে কি বলতে চাও”
Love quotes #11
“আমি জানি আজকের দিনটা সুন্দর হবে, কারণ দিনটা তোমায় দেখে শুরু করেছি”
Love quotes #12
“যখন সকালে আমি ঘুম থেকে উঠি এবং তোমাকে আমার পাশে শুয়ে থাকতে দেখি, তখন এমনিতেই আমার মুখ খুশিতে ভরে ওঠে”
Love quotes #13
“যদি আজ আমি এটা বুঝি যে সত্যিকারের ভালোবাসা কি, তাহলে সেটা অবশ্যই তোমার জন্য”
Love quotes #14
“ঘুমানোর আগে শেষ চিন্তা হলে তুমি আর ঘুম থেকে ওঠার পরেও আমার প্রথম চিন্তা হলে তুমি”
Love quotes #15
“যতক্ষন ভালোবাসাতে পাগলামি না থাকবে, সেটা কখনোই ভালোবাসা হতে পারেনা”
Love quotes #16
“পৃথিবীর জন্য তুমি একজন সাধারন মানুষ, কিন্তু হয়তো কোনো একজনের কাছে তুমি সম্পূর্ণ পৃথিবী”
Love quotes #17
“আমার কোনো বয়স নেই, আমার কোনো সীমা নেই এবং আমি কোনোদিনই মরবো না কারণ আমিই সেই ভালোবাসা”
Love quotes #18
“মনের বাইরে গেলে দেখবে সেখানে অনেক কথার ভীড় আর মনের ভীতরে ঢুকে দেখো, দেখবে সেখানে তুমি ছাড়া আর কিছুই ঘুরে বেড়ায় না”
Love quotes #19
“যতবারই আমি তোর থেকে যাই দূরে
ততবারই হয় কষ্ট আমার মনে ও প্রাণে”
Love quotes #20
“যদি তুমি ইচ্ছা করে যাকে ভালোবাসো তাকে বিয়েই না করো, তাহলে একটা কথা আমি স্পষ্ট বলতে পারি, তুমি তাকে কখনোই মন থেকে ভালোবাসোনি”
আরো পড়ুন: বাংলা প্রেমের কবিতা
Love quotes #21
“হতে পারে তুমি আমাকে কাল ভুলে যেতেই পারো, কিন্তু আমি তোমাকে কোনোদিনই ভুলতে পারবোনা”
Love quotes #23
“জীবনে এটা কখনোই বলোনা যে, তোমার থেকেও অন্য কেউ তোমাকে বেশি ভালোবাসা দিতে পারে | যদি তুমি এটা ভেবে থাকো তাহলে তুমি ভুল ভাবছো”
Love quotes #24
“রোজ ভাবি তোমায় ভুলে যাই কিন্তু রোজই এই কথাটাই ভুলে যাই”
Love quotes #25
“সত্যিকারের ভালোবাসা কখনোই জাতপাত, উচ্চ-নীচ, কালো-ফর্সা এইসব দেখেনা”
Love quotes #26
“যখন আমি একাবোধ করি, তখন আমি শুধু তোমার কথাই ভাবি”
Love quotes #27
“আমার হৃদয় সর্বদা তোমারই”
Love quotes #28
“যদি তুমি কাউকে মন থেকে ভালোবাসো তবে তাকে স্বাধীন ছেড়ে দেও, কোনো শর্তে তাকে বেঁধে রেখোনা”
Love quotes #29
“জানি না কেন আমার ভীষন ভয় লাগে তোমাকে হারানোর | আমি তোমাকে কখনোই হারাতে চাইনা, এইভাবেই সর্বদা থাকতে চাই পাশে”
Love quotes #30
“তুমি যেটাই করো প্রেমের সাথে করো”
Love quotes #31
“তুমি ভাবো যে, তুমি আর সব বাকি মানুষদের মতোই সাধারণ কিন্তু তুমি আমার কাছে একজন অসাধারণ প্রিয় মানুষ”
Love quotes #32
“ভালোবাসা শুধু একটা শব্দমাত্র, যতক্ষণ না সেটাকে কোনো বিশেষ মানুষ এসে অর্থ না দেয়”
Love quotes #33
“তেমন ধরনের মানুষই আগে নিজে হয়ে উঠুন, যেমন ধরনের মানুষকে আপনি আপনার প্রিয় মানুষ হিসাবে দেখতে চান”
Love quotes #34
“আমাকে শুধু তুমি মাত্র এক মুহূর্তের জন্য ভালোবাসো, আমি তোমাকে তারপর সারাজীবনের জন্য ভালোবাসবো”
Love quotes #35
“কারোর প্রথম ভালোবাসা হওয়া ভালো কিন্তু শেষ ভালোবাসা হওয়া আরো ভালো”
Love quotes #36
“আমার তোমাকে চাই আর তোমাকে আমার, তাহলে অপেক্ষার কি আছে? চলো শুরু করি সুন্দর এক নতুন অধ্যায়”
Love quotes #37
“প্রত্যেকেই তোমার চোখের ভীতর উঁকি দিতে পারে কিন্তু এমন কিছু স্পেশাল মানুষই আছে যারা তোমার মনের ভীতর উঁকি দিতে পারে”
Love quotes #38
“ভালোবাসা আর যুদ্ধে সবকিছুই ন্যায়সঙ্গত”
Love quotes #39
“ভালোবাসার মানুষটার প্রতি ভালোবাসা বোঝাতে গোলাপ ফুলের দরকার মোটেই পরেনা”
Love quotes #40
“তুমি ততক্ষন আমায় এটা বলোনা যে আমি তোমায় ভালোবাসি যতক্ষণ না তুমি সত্যি সত্যি আমায় মন থেকে ভালোবাসছো”
Love quotes #41
“ভালোবাসা প্রদর্শিত হতে পারে কিন্তু সেটা সংজ্ঞায়িত কখনোই হয়না”
Love quotes #42
“তোমার ভালোবাসার জন্য তো আমি সাত সমুদ্র, তেরো নদীই পার করতে পারি | শুধু আমায় একবার ভালোবেসে তো দেখো”
Love quotes #43
“প্রেমে পরা তখনই উচিত যখন তুমি কাউকে ভালোবাসার জন্য মন থেকে তৈরী, নাকি তখন যখন তুমি একলা রয়েছো”
Love quotes #44
“আমার হৃদয় শুধু তোমার জন্য স্পন্দন করে”
Love quotes #45
“আফসোস করার জন্য এই জীবন বড়ই ছোট, তাই সেটা বেশি না করে শুধু অন্যদের ভালোবাসা দিতে শুরু করো”
আরো পড়ুন: প্রেম বিষয়ক উক্তি
Love quotes #46
“যেই মন সর্বদা ভালোবাসা দেয়, সেই মন কোনোদিনই বুড়ো হয়না”
Love quotes #47
“আমাকে গভীরভাবে ভালোবাসা দেওয়ার জন্য এবং আমাকে স্পেশাল অনুভব করানোর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ”
Love quotes #48
“তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ পুরোপুরি”
Love quotes #49
“যদি প্রেমে পরো তাহলে দুঃখের জন্যেও তৈরী থেকো”
Love quotes #50
“সুরের মিল একপ্রকারের শুদ্ধ প্রেম | প্রেমও তো একটা সংগীত রচনার মতোই”
আশা করি তুমি “Valentine Day Quotes in Bengali” পড়ে নিশ্চই অনেক কিছু সুন্দর তথ্য সম্পর্কে জানতে পেরেছো | পোস্টটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু Comment করে তোমার মতামত আমায় জানিও | তোমার মূল্যবান মতামত আমাকে বাড়তি অনুপ্রেরণা যোগাতে ভীষনভাবে সাহায্য করে |
শেয়ার করুন: on Twitter on Facebook on Google+