20 Kali Puja Wishes in Bangla | কালীপূজার উক্তি

বারমাসে তেরো পার্বণ প্রিয় বাঙালী জাতি শারদোৎসবের সময় থেকেই শক্তির আরাধনায় মেতে থাকে।একের পর এক শক্তির বিভিন্ন রূপের পূজা সম্পন্ন হয় এইসময় বাংলাতে।

আর শক্তির যে মহারুপ ছাড়া আমরা শক্তিকেই কল্পনা করতে পারিনা,তিনি হলেন মা কালী বা মা শ্যামা।এই দুই নাম ছাড়া আমরা তাঁকে মা তারা বলেও সম্বোধন করে থাকি।

অমবস্যা তিথিতে গভীর রাত্রে এই মহাপূজা সম্পন্ন হয়ে থাকে।সবাই প্রাণভরে গভীরভাবে মায়ের আরাধনায় মায়ের ধ্যানে মগ্ন হয়ে থাকে।সমস্ত অশুভ শক্তির বিনাশ ঘটে যেন শুভ শক্তির উন্মেষ ঘটে।

সবার জীবন যেন মায়ের আশীর্বাদে ভরে ওঠে এই প্রার্থনাই সবাই জানায় মায়ের কাছে।

মায়ের আরাধনার পাশাপাশি বাঙালী এইসময় দীপাবলি অর্থাৎ আলোর উৎসবেও মেতে ওঠে।

চারিদিক আলোয় আলোয় ভরে ওঠে।সুখ শান্তি খুশি আনন্দ ছড়িয়ে পরে আকাশে বাতাসে।

আজকে সেই মহান সনাতনী উৎসব নিয়ে কিছু শুভেচ্ছাবাণী আপনাদের সাথে ভাগ করে নেব। আপনাদের মনে সেগুলো আলো ছড়িয়ে দেবে বলেই আমার বিশ্বাস।

কালীপূজার উক্তি
KALI PUJA WISHES IN BANGLA

WISH#1

“তারা মায়ের কৃপা থাকুক সর্বদা তোমার ওপরআসবে যত বিপদ তোমার,নিয়ে নেবে মা নিজের ওপরপ্রণাম করো,ঢাক বাজাও,আরতি করো সবাই মিলে

জয় মা কালী ধ্বনির সাথে মনের দ্বার দাও খুলে”

WISH#2

“শুভ কালীপূজা এবং শুভ দীপাবলির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল সবার জন্য।মা কালীর আশীর্বাদে সবার জীবন আলোয় আলোয় ভরে উঠুক, শারীরিক এবং মানসিক দুইদিকেই যেন আমরা সুস্থ এবং কর্মঠ থাকতে পারি জীবনভর এই প্রার্থনাই জানাই মায়ের কাছে।”

WISH#3

“আলোয় আলোয় সাজল ভুবন
কালী মায়ের দর্শনে ধন্য হল জীবন” – শুভ কালীপূজা

WISH#4

“শ্যামাসংগীতের সুর শোনা যায় প্যান্ডেলে প্যান্ডেলে
আতসবাজির রোশনাই দেখে সবার মন দোলে” – শুভ কালীপূজা

WISH#5

“কালীপূজায় মেতেছে মনআনন্দ ছেয়ে আছে দিকমা এসেছেন আবার ঘরে

জ্বলছে আলো চারিদিক ”

WISH#6

“আলোর এই উৎসবে প্রত্যেক বাঙালী বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সবার জীবনে এমনই যেন মা এইভাবেই আলো ও আনন্দে ভরিয়ে দিক” – শুভ কালীপূজা

WISH#7

“মা মঙ্গলাময়ীর আরাধনার এই আনন্দ উৎসবে আপনার মন খুশির প্লাবনে ভেসে উঠুক ও আপনার জীবনে আসুক সুখ ও সমৃদ্ধি” – শুভ কালীপূজা

WISH#8

প্রদীপের আলোয় মুছে যাক আপনার জীবনের সব কালিমা ও দেবীর কৃপায় আপনার জীবনে বার বার ফিরে আসুক খুশি ও আনন্দ” – শুভ কালীপূজা

WISH#09

কালীপুজায় আসুক তোমারমনের খুশি ফিরেদূরে যাক, যাক দূরে যাক

মনের ক্লেশ চলে” – শুভ কালীপূজা

WISH#10

“আমাদের মায়ের গায়ের রঙ বড়ই কালো
কিন্তু সেই কালোই জগতে ভরে দেয় আলো।”

WISH#11

“প্রদীপের আলো মঙ্গলশঙ্খ পবিত্রতার প্রতীক
মনের মাঝে আজ মহামায়া এসে ধরা দিক।” – শুভ কালীপূজা

WISH#12

“ঢাকের আওয়াজ আর ঘণ্টাধ্বনি করেছে চারিপাশ মুখর
অমাবস্যা তিথির মঙ্গল আরাধনায় জীবন হয়েছে সুন্দর।”

WISH#13

“কালোরঙের দেবীর পূজায় চারিদিক মাতোয়ারা
এবার থেকে কালোরঙের মানুষদেরও সমান স্বীকৃতি দেবো আমরা।”

WISH#14

“নারীশক্তি আরাধ্যা আমাদের সংস্কৃতিতে
বাস্তবের নারীরাও জেগে উঠুক সেই উপলব্ধিতে।” – শুভ কালীপূজা

WISH#15

“আত্মীয়পরিজন বন্ধুবান্ধবদের সাথে মিলে করি মায়ের দর্শন
প্যান্ডেলে প্যান্ডেলে জনগণের ভীড়ে দেখা যায় খুশির মহাজাগরণ।” – শুভ কালীপূজা

WISH#16

“কচিকাঁচারা মেতে আছে শব্দ ও আতসবাজিতে
বড়রা মেতে আছে মিষ্টি চোখাচুখিতে।” – শুভ কালীপূজা

WISH#17

“দিকেদিকে কালীমন্দিরে অজস্র ভক্তদের ভীড়
মায়ের পূজা আর হোমশিখা দেখার জন্য সবার মন অস্থির।” – শুভ কালীপূজা

WISH#18

“গলায় মুণ্ডমালা, হাতে খড়গ, ঐ দেখা যায় মায়ের ভীষণ রূপ
এইরূপ ধরেই যেন মা এবার বিনাশ করেন সমস্ত পাপের অন্ধকূপ।” – শুভ কালীপূজা

WISH#19

“মন্ত্রোচ্চারণ আর স্তবগানে চলছে মায়ের আরাধনাবছর বছর এভাবেই যেন করতে পারি মায়ের বন্দনা।বিসর্জনের শোকের সাথে আকাশে বাতাসে ভেসে বেড়ায় ঘোষণা

জয় মা কালী ধ্বনিতে যেন পূরণ হয় সবার মনবাসনা।”

WISH#20

“সদানন্দময়ী কালীমহাকালের মনমোহিনী,তুমি আপনি নাচো আপনি গাও মাআপনি দাও মা করতালি।মহাকালের মনমোহিনী,সদানন্দময়ী কালী।। আদিভূতা সনাতনী

শূন্যরূপা শশীভালি” – শুভ কালীপূজা

আশা করি তুমি “Motivational Quotes in Bangla” পড়ে নিশ্চই অনেক কিছু সুন্দর তথ্য সম্পর্কে জানতে পেরেছো | পোস্টটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু Comment করে তোমার মতামত আমায় জানিও | তোমার মূল্যবান মতামত আমাকে বাড়তি অনুপ্রেরণা যোগাতে ভীষনভাবে সাহায্য করে|

নিচে আরও কিছু মহান ব্যাক্তিদের উক্তি এবং জীবনীর লিঙ্ক নামসহ উল্লেখ করা আছে। এই লেখাটি পড়ে ভালো লাগলে বাকি লেখাগুলোও অবশ্যই পড়ে দেখো…

শেয়ার করুন: on Twitter on Facebook on Google+