30 Quran Quotes About Life in Bengali | কুরআন সম্পর্কীয় উক্তি

কুরআন সম্পর্কীয় উক্তি
30 Quran Quotes About Life in Bengali

Life Changing Quotes #1

“যে আল্লাহর সাথে অন্যান্য ঈশ্বরের স্মরণ করেনা, সে এই অপরাধে দোষী হবে”

Life Changing Quotes #2

“আকাশ ও পৃথিবীর রহস্য আল্লাহর সাথেই সম্পর্কিত”

Life Changing Quotes #3

“যারা শেষ দিনের উপর বিশ্বাস রাখেনা তাদের আল্লাহ কখনোই পথ দেখাবেন না”

Life Changing Quotes #4

“আল্লাহ তাঁর অস্বীকারকারীদের কখনোই পথ দেখান না”

Life Changing Quotes #5

“রমজানকে দয়া ও মিলনের মাস বলা হয়”

Life Changing Quotes #6

“কুরআন আমাদের সম্মান এবং শক্তি দিতে এসেছে”

Life Changing Quotes #7

“মুরাদ হিদায়াতের নূর ও অন্ধকারচ্ছন্ন স্বভাবের ক্ষেত্রে কুরআন এক আলোক রশ্মি”

Life Changing Quotes #8

“কুরআন মাজিদের অনেক আয়াতে কুরআনকে নূর বলা হয়েছে”

Life Changing Quotes #9

“কুরআন মাজিদ গ্রন্থ শিক্ষণীয় একটি পুস্তক | এটা কোনো মৃত বিবেকের জন্য নয়”

Life Changing Quotes #10

“কুরআন একটি নির্দেশিত গ্রন্থ, এটা তাদের জন্য মোটেই নয় যারা এটার অবমাননা করে”

Life Changing Quotes #11

“রমজানুল মোবারকের সবচেয়ে আশ্চর্যজনক নিমাত হচ্ছে কুরআন”

Life Changing Quotes #12

“হাজার মাস অপেক্ষা শবে কদর অনেক ভালো”

Life Changing Quotes #13

“রমজানুলের দ্বিতীয় ফজিলত হলেন লাইলাতুলাকদর বা শবে কদর”

Life Changing Quotes #14

“কেউ যদি কুরআনের শরণাপন্ন হওয়া সত্ত্বেও অন্তরে সংস্পর্শ না লাগে, হৃদয় আলোড়িত না হয়, জীবন অপরিবর্তিত থেকে যায়, খালি হাতে ফিরেন,যেভাবে এসেছিলেন ঠিক সেভাবেই প্রত্যাবর্তন করেন, তাহলে তার চেয়ে মর্মান্তিক দুর্ভাগ্য আর কি হতে পারে?”

Life Changing Quotes #15

“আমি নিজে নিয়মিত নামাজ পড়ি,  কুরআন থেকে তেলওযাৎ করে দিনের কাজ শুরু করি। আমি জানি, নবী করিম বলেছেন,  ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না”

Life Changing Quotes #16

“অবশ্যই আমি তোমাদিগকে পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি ও ফল-ফসল বিনষ্টের মাধ্যমে। তবে সুসংবাদ দাও সবরকারীদের”

Life Changing Quotes #17

“হে ঈমানদারগণ! আল্লাহর নির্দেশ মান্য কর, নির্দেশ মান্য কর রসূলের এবং তোমাদের মধ্যে যারা বিচারক তাদের। তারপর যদি তোমরা কোন বিষয়ে বিবাদে প্রবৃত্ত হয়ে পড়, তাহলে তা আল্লাহ ও তাঁর রসূলের প্রতি প্রত্যর্পণ কর-যদি তোমরা আল্লাহ ও কেয়ামত দিবসের উপর বিশ্বাসী হয়ে থাক। আর এটাই কল্যাণকর এবং পরিণতির দিক দিয়ে উত্তম”

Life Changing Quotes #18

“হে মুমিন গন! তোমরা ধৈর্য্য ও নামাযের মাধ্যমে সাহায্য প্রার্থনা কর। নিশ্চিতই আল্লাহ ধৈর্য্যশীলদের সাথে রয়েছেন”

Life Changing Quotes #19

“আল্লাহ বলে আহবান কর কিংবা রহমান বলে, যে নামেই আহবান কর না কেন, সব সুন্দর নাম তাঁরই। আপনি নিজের নামায আদায়কালে স্বর উচ্চগ্রাসে নিয়ে গিয়ে পড়বেন না এবং নিঃশব্দেও পড়বেন না। এতদুভয়ের মধ্যমপন্থা অবলম্বন করুন”

Life Changing Quotes #20

“পূর্ব ও পশ্চিম আল্লারই। অতএব, তোমরা যেদিকেই মুখ ফেরাও, সেদিকেই আল্লাহ বিরাজমান। নিশ্চয় আল্লাহ সর্বব্যাপী, সর্বজ্ঞ”

আরো পড়ুন: শ্রীমদ্ভাগবদগীতার উক্তিসমূহ

Life Changing Quotes #21

“মানুষ অবশ্যই তার প্রতিপালকের প্রতি অকৃতজ্ঞ এবং সেই এই বিষয়ে অবশ্যই অবহিত ও সে অবশ্যই ধন সম্পদের আসক্তিতে প্রবল”

Life Changing Quotes #22

“তোমাদের ইচ্ছা আল্লাহর তওফীকের উপর নির্ভরশীল। যতক্ষণ পর্যন্ত তোমাদের ইচ্ছায় আল্লাহ ইচ্ছা এবং তাঁর তওফীক শামিল না হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা সরল পথ অবলম্বন করতে পারবে না”

Life Changing Quotes #23

“আমরা এই জনপদের অধিবাসীদের উপর আকাশ থেকে আযাব নাজিল করব তাদের পাপাচারের কারণে। আমি বুদ্ধিমান লোকদের জন্যে এতে একটি স্পষ্ট নিদর্শন রেখে দিয়েছি”

Life Changing Quotes #24

“আল্লাহ আসমান ও জমিনের অদৃশ্য বিষয় সম্পর্কে জ্ঞাত| তিনি অন্তরের বিষয় সম্পর্কেও সবিশেষ অবহিত”

Life Changing Quotes #25

“আমি তোমাদেরকে পৃথিবীতে ঠাই দিয়েছি এবং তোমাদের জীবিকা নির্দিষ্ট করে দিয়েছি| তোমরা অল্পেতেই কৃতজ্ঞতা স্বীকার করো”

Life Changing Quotes #26

“পক্ষান্তরে যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে, তারাই জান্নাতের অধিবাসী| তারা সেখানেই চিরকাল থাকবে”

Life Changing Quotes #27

“আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। যিনি ছাড়া ইবাদতের আর কোন যোগ্য উপাস্য নেই। যিনি চিরঞ্জীব ও চিরস্থায়ী। আমি তাঁর কাছে তাওবা করছি”

Life Changing Quotes #28

“মানুষ যখন পাপ করে তখন মানুষেরহৃদয়ে একটি কাল দাগ পড়ে”

Life Changing Quotes #29

“সূর্যের সাধ্য নেই চাঁদকে ধরার আর রাতের নেই দিনকে অতিক্রম করার”

Life Changing Quotes #30

“যাবতীয় প্রশংসা আল্লাহ তালহার, যিনি এই জগতের পালনকর্তা”

আশা করি তুমি “Quran Quotes About Life in Bengali” পড়ে নিশ্চই অনেক কিছু সুন্দর তথ্য সম্পর্কে জানতে পেরেছো | পোস্টটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু Comment করে তোমার মতামত আমায় জানিও | তোমার মূল্যবান মতামত আমাকে বাড়তি অনুপ্রেরণা যোগাতে ভীষনভাবে সাহায্য করে |

শেয়ার করুন: on Twitter on Facebook on Google+